নুসরাত নাহার নিজা
একজন সফল উদ্যোক্তা
মোবাঃ 01715-360750
বগুড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি থেকে নুসরাত নাহার নিজা কে জামানত ও সুদবিহীন লোন প্রদান করা হয়েছিল। তরুণ ও সফল উদ্যোক্তা হিসেবে তিনি ''কল্পনার আলপণা '' নামক বুটিক হাউস এর মাধ্যমে সফলভাবে তার ব্যবসা পরিচালনা করে যথাসময়ে চেম্বারের প্রদানকৃত লোনের টাকা পরিশোধ করছেন। সঠিক পরিকল্পনা ও উদ্যমী হলে সাফল্য অর্জিত হবে এটি প্রত্যাশিত।
বগুড়া চেম্বার যেভাবে উদ্যোক্তা নুসরাত নাহার নিজা কে সহযোগিতার হাত বেড়ে দিয়েছিল তা আগামীতে অব্যাহত থাকবে। আমরা সকলেই এই তরুণ উদ্যোক্তার উত্তরোত্তর সফলতা কামনা করছি এই প্রত্যাশায়..
পরিচালনা পর্ষদ
বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।