Recent Activities of BCCI

Home  -   Latest activities   -   BCCI

বৃক্ষ বিতরণ

Photo Gallery | 14 Sep, 2023

"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এই স্লোগান সামনে রেখে আশোকোলা বালিকা উচ্চ বিদ্যালয়, নুনগোলা ইউনিয়ন বগুড়ায়, চেম্বার অব কমার্স এর আয়োজনে, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৩ উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের মাঝে "বৃক্ষ বিতরণ কর্মসূচি" এ বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষ ও নগদ অর্থ বিতরণ করেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সম্মানিত সভাপতি জনাব মোঃ মাসুদুর রহমান মিলন সিআইপি ও পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে জনাব মোঃ তৌফিকুর রহমান বাপ্পী ভান্ডারী এবং জনাব মোঃ সাইরুল ইসলাম।