Recent Activities of BCCI

Home  -   Latest activities   -   BCCI

ফ্যাক্টরী পরিদর্শন

Photo Gallery | 29 Aug, 2023

বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সম্মানিত সভাপতি জনাব মোঃ মাসুদুর রহমান মিলন সিআইপি, শ্রী সুভাস প্রসাদ কানু ও শ্রী বিপ্লব প্রসাদ কানু টিয়া বিশিষ্ট শিল্পপতি ভাতৃদ্বয় স্বাধীনতা পরবর্তী সময়ে তালোড়া, বগুড়ায় - সৌরভ ও তৃষা অটো রাইছ মিলস , ফ্লাওয়ার মিল, সৌরভ এ্যালুমিলিয়াম ওয়ার্কস, সূচী পাল্প এন্ড পেপার মিলস, অয়েল মিল , তুলসী ইন্ডাষ্ট্রিজ, নর্থ বেঙ্গল গোল্ডেন ফাইবার মিল (জুট মিল) সহ বিভিন্ন ধরণের শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। তাদের স্থাপিত শিল্প প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করেন।